অতঃপর এসে দেখ এখান থেকে আগে চলে গেল প্রচুর রাগ করেছে কিন্তু ও ভুল বুঝেছে এটা আমি কিভাবে বুঝাবো বুঝতে পারছিনা। রূপকথা! জেসমিন বুঝতে পারল ইসরাত রাগ করেছে আমাকে বলল আমার এই বিএফ দেখে রাগ করেছে মনে হয় আমি বললাম হ্যাঁ তোমার বিয়েটা একটু অদ্ভুত ছিল আসলে দেশে এগুলোতো পরিচালনা করেছে আচ্ছা সমস্যা নেই বস আমি তোমাকে ডিলিট দিচ্ছি ওখানে ওর সাথে মন না চাওয়ার পরও একটু সময় আড্ডা দিলাম এর পরে নিজের বাসায় একা একা ফিরে আসলাম এদিকে গাড়ি করে নিজেই চলে এসেছে।
বাসায় আসলাম আসার পরে বেশ কয়েকবার ফোন দিলাম কিন্তু ফোন রিসিভ করছে না অতঃপর আবার কিছুক্ষণ পরে ফোন দিলাম ফোন বন্ধ পাচ্ছি আমি আশা করিনি মন খারাপ কি করবো বুঝতে পারছিনা কিন্তু কোনো পাত্তা পাচ্ছি না ফোন রিসিভ করছে না। বুঝতে পারলাম না এটি প্রচুর রাগ করেছে।
যেহেতু ওর আম্মুর সাথে মাঝে মাঝে কথা হতো উনি আমাকে খুবই ভালো জানতেন এবং আমাকে মাঝে মাঝে প্রচুর আইডিয়া যেতেন কিভাবে পারফর্ম করা যায় কীভাবে মানুষের সাথে মিলেমিশে থাকা যায় মাঝে মাঝে এগুলো উনি ব্যক্তিগতভাবে নিজে থেকেই ফোন করে আমাকে বলতে আমার ভালো লাগে এগুলো শুনতে আমি ওনার নাম্বার আমি সেভ করে রেখেছিলাম “ইশরাতের আম্মু”। রূপকথা
আমি আর অপেক্ষা না করে আম্মুর ফোনে ফোন দিলাম এবং সহজেই ফোন রিসিভ করব আমি বললাম কেমন আছে না বিশেষ করে জিজ্ঞেস করলাম যে ইসরাত কোথায় অবস্থিত ইশরাতের আম্মুর অর্থাৎ আন্টি বলল ও তো বাসায় আছে কিন্তু মন খারাপ করে সারাদিন শুয়ে থাকে কিছু খাচ্ছে না বুঝতে পারছি না কি হয়েছে তোমাদের মধ্যে কিছু হয়েছে কি? রূপকথা
আমি বললাম আন্টি একটা ভুল বোঝাবুঝি হয়েছে আসলে এসব হয়তো বুঝতে পারিনি তাই একটু ভুল বুঝে বসে আছে আমি পুরো ঘটনাটি আমাদের সাথে শেয়ার করলাম এরপরে আন্টি বলল ও আচ্ছা তাহলে এগুলো হয়েছে ঠিক আছে আমি ওকে বুঝিয়ে বলছি আর ফোন করার জন্য বলতেছি। রূপকথা
কিছুক্ষণ পর আবার সাথে ফোনে যখন ফোন করলাম ওটাতে ফোন রিসিভ করো আমি শুরুতেই কোনো কিছু না বলে বকাবকি শুরু করে দিলাম অনেক বকা দিলাম বললাম যে এই মেয়ে তুমি এত ইগো কোথায় পাচ্ছো তুমি কিছু না জেনে হুটহাট করে কেন রাগ করো তুমি আগে সম্পূর্ণ বিষয়টা জানবে তারপর রাগ করবে জানার আগেই তুমি রাগ করলে বিষয়টা কেমন হচ্ছে।
তোমার ভালোবাসার রূপকথা • পর্ব-৮
ইসরাত কোন কথা বলছো না আমি বকা দিয়ে যাচ্ছি অতঃপর বলল হ্যাঁ তোমার তো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে তাই আমার হয়তো প্রয়োজন নেই আমি এজন্য ফোন বন্ধ করে রেখেছে একটা মানুষের কতগুলো গার্লফ্রেন্ড থাকতে পারে আমি বুঝতে পারছি না আমি বললাম তুমি কতগুলো গার্লফ্রেন্ড দেখেছো আমার ইসরাত বলল আজকে ও তো একজন দেখলাম আমি বললাম পূর্বে কখন দেখেছো আগে দেখিনি তবে আজকে দেখেছি হয়তো ভবিষ্যতে আরও দেখতে হতে পারে আমাকে আমি বললাম যখন বসে দেখবে তখন বলবে ভবিষ্যতের কথা এখন বল কিভাবে? রূপকথা
যদিও এভাবে মাঝে মাঝে তর্ক হতো আমাদের মাঝে তবে আজকের বিষয় টা একটু বেশি ছিল আজকে আমাকে ভুল বুঝেছ এজন্য ভুল ভাঙ্গাতে হবে আমাকে এটা আমার প্রতিজ্ঞা আর মেয়েরা একটু ভুল বুঝবে তাই স্বাভাবিক কারণ কোন মেয়ে তার বয়ফ্রেন্ডকে মাসামীর যে ভাগ্য সেটা অন্য কোন মেয়ে কিংবা বয় ফ্রেন্ডকে কখনো দিতে চায় না। রূপকথা
মেয়েরা একটু অদ্ভুত ধরনের মানুষ হয়ে থাকে তারা নিজেদের স্বামীর ভাগ অন্য কোন মেয়েকে কখনো শেয়ার করতে চায় না তারা চায় না তার স্বামীর সাথে অন্য একটা মেয়ে কথাগুলো তারা চায় না তার বয়ফ্রেন্ডের সাথে অন্য একটা মেয়ের কথা বলুক নিজের গার্লফ্রেন্ড এবং স্বামীকে খুব শক্ত করে তারা আগলে রাখতে চাই। রূপকথা
আমি বললাম ঠিক আছে বাবা তুমি ভুল বুঝনা তুমি শোনো হচ্ছে ইংল্যান্ডে একই ভার্সিটিতে পড়তাম আমরা একই ক্লাসে পড়তাম আমার মত বড় স্বপ্ন ছিল দেশের মানুষের জন্য কিছু করবে দেশের মাটিতেই থাকবে বাহিরে থেকে লেখাপড়া শেষ করে এসে এ দেশে ভালো কিছু করবে। আসলে ইংল্যান্ড থেকে আসার পরে বিভিন্ন ব্যস্ততার জন্য ওদের সাথে তেমন কথা বলা হয়নি তাই হঠাৎ করে এখানে দেখে এভাবে বিহিত করল।